কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফে চেকপোস্টে তল্লাশিকালে ইয়াবাসহ অটোরিকশা জব্দ

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চলাকালে ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোররাত তিনটার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র চেকপোস্টে নিয়মিত অভিযানের সময় প্রধান সড়কে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি অটোরিকশাকে তল্লাশির থামানো হয়।

সন্দেহভাজন ওই অটোরিকশায় মোট তিনজন আরোহী ছিল। তাদের তল্লাশি করে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট ৬ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৬শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় অটোরিকশা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়
আটককৃতরা হলেন-উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর লেদা এলাকার শফিক আহম্মদের পারভেজ (১৬), একই এলাকার সুলতান আহমেদের ছেলে জালাল (২৬) ও রহমত আলীর ছেলে রেদওয়ান (১৯)।

তিনি আরও জানান, আটককৃতদের উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং অটোরিকশাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: