কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পে ফেরার পথে ছুরিকাঘাত করে এক রোহিঙ্গা চালকের থেকে ইজিবাইক (টমটম) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অপর এক চালকের সহায়তায় ছুরিকাঘাত ইজিবাইক চালককে এনজিও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা স্টেশন থেকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের (এফসিএন নং-৪০২৮৯৮) ব্লক নং-বি, রোম নং-২০ এর বাসিন্দা হামিদ হোছাইনের ছেলে ইজিবাইক চালক সলিম উল্লাহ (১৮) ক্যাম্পে যাচ্ছিল। ফেরার পথে সৌর বিদ্যুৎ সংলগ্ন আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে একদল দুর্বৃত্ত পথ গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রধান সড়কে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর আরো একটি ইজিবাইক আসার সময় রক্তাক্ত এই চালককে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে যায়।

এই খবর পেয়ে রোহিঙ্গারা জড়ো হয়ে হাসপাতালে এক নজর দেখার জন্য ছুটে যায়। নিহত রোহিঙ্গা চালকের মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক মাঝি মোঃ ইলিয়াছ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: