কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফে দুস্থদের মাঝে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা

বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক বিসিজি স্টেশন টেকনাফে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূলের প্রান্তিক মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেকনাফ কোস্টগার্ডের বিসিজি স্টেশনে আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী ও বরইতলী সংলগ্ন এলাকা থেকে আগত দুস্থ ও গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় লেফটেন্যান্ট সার্জন মোঃ সাইফুজ্জামান শায়েখ এএমসির নের্তৃত্বে একটি মেডিকেল টিম সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাস্থ্য সেবা প্রদান করে ।

পাঠকের মতামত: