কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় অর্থদণ্ড

করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে সরকারি নিদের্শনা অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. আবুল মনসুর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামান ইমরান, থানা পুলিশের এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া ও আনসার সদস্যরা প্রমুখ৷

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. আবুল মনসুর বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারী নির্দেশনা অমান্য করে বাহারছড়া ইউপি শামলাপুর বাজারে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পাঠকের মতামত: