কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টেকনাফে পাচারচক্রের আস্তানায় হানা, ১৫ মালয়েশিয়াগামী যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সংঘবদ্ধ মানব পাচারচক্রের আস্তানায় হানা দিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৫ বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার রাতে এই অভিযান চালায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন– টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত নজির আহমেদের ছেলে জামাল হোসেনের (৫৫) বাড়ি অবৈধপথে মালয়েশিয়া যেতে আগ্রহী ১৫ জনকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত ৯ টার দিকে বিজিবি এবং পুলিশ যৌথ অভিযান চালায়।

অভিযানে ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কর্নেল শেখ খালিদ আরও জানান, জামাল হোসেন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পাঠকের মতামত: