কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫২ হাজার ইয়াবা ও একটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবির দাবি, নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী।

টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, বিজিবির সার্ভেইলেন্স সিস্টেমের মাধ্যমে মিয়ানমার থেকে একটি হস্তচালিত নৌকা বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে পাচারকারীরা। এতে একজন বিজিবি সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

বিজিবির সমন্বিত গুলিবর্ষণে একজন পাচারকারী নৌকা থেকে পড়ে যায় এবং অপরজন নদী সাঁতরে মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। গোলাগুলি থামার পর নৌকা তল্লাশি করে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

সকাল সোয়া ৬টার দিকে জালিয়াপাড়া বিজিবি পোষ্টের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে নদীর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে।

তিনি জানান, আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পাঠকের মতামত: