কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

টেকনাফে বিদেশী মদসহ পাঁচ রোহিঙ্গা আটক

আরাফাত সানি::

টেকনাফের সেন্টমার্টিনে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে বিপূল পরিমান বিদেশী মদসহ ৫ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।

৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশন হলরোমে লেঃ কমান্ডার সাইয়েদুল মোরসালিন সংবাদ সম্মেলনে জানান, সকাল ৯টারদিকে সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর হয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে ধাওয়া করে। এক পর্যায়ে ওই নৌকাসহ ৫ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে ইঞ্জিন চালিত নৌকাটি তল্লাশী করে গ্রান্ড রয়েল নামক বিদেশি মদের বোতল ভর্তি বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। তা খুলে গণনা করে ২০০ টি মদের বোতল পাওয়া যায়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক এই তথ্য নিশ্চিত করে জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মদের বোতলসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত: