কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে বৈধ ব্যবসার আড়ালে ইয়াবা কারবারী গফুর আটক

টেকনাফ হ্নীলা ইউনিয়ন জাদিমোরা বৈধ সিমেন্ট ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা মাদক কারবারী সেই গফুর অবশেষে র‌্যাবের জালে আটক।
তথ্য সুত্রে জানা যায়,২২ নভেম্বর ভোর পৌনে ৬ টারদিকে র‌্যাব-১৫ এর টেকনাফ (সিপিসি-১) ক্যাম্পের একটি চৌকষ দল ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে হ্নীলা জাদিমোরা সোলতান আহমদের পুত্র ইয়াবা কারবারী আব্দুল গফুর (৪৭) এর বসত-বাড়ির সামনে একটি অভিযান পরিচালনা করে বাড়ীর পাশে টিউবওয়েল পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এই ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে মাদক ব্যবসায় জড়িত গফুরকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। উদ্ধারকৃত ইয়াবা গুলোর মূল্য ১৫ লক্ষ টাকা। সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত লেঃ মির্জা শাহেদ মাহতাব জানান, আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ থানায় প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত: