কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ভূমি সেবা সপ্তাহ পালিত

সারা দেশের ন্যায় মন্ত্রণালয় থেকে শুরু করে কক্সবাজারের টেকনাফেও মাঠ পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস এসে পুনরায় মিলিত হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরুর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. এরফানুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো কালি চরণ দেব,সার্ভেয়ার দেলোয়ার হোসেন, অফিস সহকারী জোবায়ের হোসেন রাসেল, অফিস সহকারী প্রিয়তোষ পাল, অফিস সহকারী আমজাদ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার, জারীকারক মঞ্জুর প্রসুখ। এছাড়াও উপজেলার অন্যান্য ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়।

পাঠকের মতামত: