কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন

সারাদেশের ন্যায় টেকনাফেও কঠোর বিধিনিষেধ ও লকডাউন কার্যকর করতে পৃথকভাবে মাঠে নেমেছে টেকনাফ উপজেলা প্রশাসন। এ সময় সাথে ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। এছাড়াও পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও মিডিয়াা কর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার যৌথটিম টেকনাফের বাস স্টেশন, ঝর্ণা চত্বর, সাবরাং ইউনিয়ন, জনসমাগম এলাকা সমূহসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এদিকে যারা আইন অমান্য করে কাজ ছাড়া ও মাস্ক পরিধান ছাড়া ঘরের বাহিরে বের হয়েছে বেশ কয়েকজনকে নগদ অর্থদন্ড দন্ডিত করে টাকা আদায় করা হয়। আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক হোটেল কস্তুরীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া অপরদিকে টেকনাফের হ্নীলা বাজারে করোনা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহা. আবুল মনসুর।

এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার পরিদর্শক ( অপারেশন) খোরশেদ আলম, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, এসআই রফিকুল ইসলামসহ পুলিশ ফোর্স ও বিজিবির সদস্যরা।

পাঠকের মতামত: