কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শাহপরীর দ্বীপে এই অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কামান্ডার লে. কমান্ডার এম নাঈম-উল হক এক সংবাদ সম্মেলনে জানান, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটসংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাদা রঙের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার করা ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: