কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে স্বর্ণ, মাদকদ্রব্য ও বিপুল টাকাসহ আটক ১

টেকনাফে ৫৭ ভরি স্বর্ণ, ৩২ হাজার ইয়াবা ও সাড়ে ৪ লাখ নগদ টাকাসহ নুরুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে টেকনাফের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নুরুল আলম ওই এলাকার মৃত নজির আহাম্মেদের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রাতে গোপন সূত্রে র‌্যাব জানতে পারে দক্ষিণ ডেইল পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে নুরুল আলমকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ৫৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম স্বীকার করে সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকায় অবৈধ স্বর্ণের ব্যবসাসহ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: