কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে হত-দরিদ্রের মাঝে বিজিবির কম্বল বিতরণ

করোনাকালে টেকনাফ সীমান্তে দুস্থ অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও কম্বল বিতরণ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় হোয়াইক্যং চেকপোস্টের সামনে ও শাহপরীরদ্বীপ বিওপির অধীনে এসব বিতরণ করা হয়।

শনিবার দুপুরে পৃথকভাবে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির চেকপোস্ট এলাকায় ছাগল ও কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকালে শাহপরীরদ্বীপ বিওপির সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে সেগুফা আক্তার (৩০) ও মিস্ত্রী পাড়া এলাকার মৃত আইর আলীর স্ত্রী খাদিজা বেগমকে (৫১) ২টি করে ছাগল বিতরণ করেন এবং শীতার্ত ৩৭ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে ব্যাটালিয়ন ও বিওপির কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: