কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

টেকনাফে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

‘স্বাধীন দেশে থাকবো সুখে, সাম্প্রদায়িকতা দেবো রুখে’- এই শ্লোগানে টেকনাফে বিভিন্ন সংগঠনের উদ্যোগে টেকনাফ উপজেলা শহীদ মিনার চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এই সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টেকনাফ উপজেলা শাখা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টেকনাফ উপজেলা শাখা, টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির, ডেইলপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ক্ষেতিরবিল কালী মন্দির, হ্নীলা কালী মন্দির, হোয়াইকং রাধা কৃষ্ণ মন্দির, বাহারছড়া দুর্গা মন্দিরসহ টেকনাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন স্তরের মানুষ ও অসাম্প্রদায়িক বাঙালি।

মানববন্ধনের মধ্য দিয়ে তারা সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রগতিকে বেগবান করার আহ্বান জানান। বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে গৌরবময় বিজয়গাঁথার সুবর্ণজয়ন্তী পার করেও এখনো কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে স্বাধীনতার স্বপ্ন সাধকে নস্যাৎ করার অপপ্রয়াসকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

আজকের সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাবু শিবপদ ভট্টাচার্য, বাবু সজল ধর, বাবু যদু চন্দ্র দাস, ডাঃ অমর দাস, পীযুষ মল্লিক, টেকনাফ গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক নুরুল আমিন, আশীষ বেদাঞ্জ, বাবু প্রনব ধর, বাবু অনুপ পাল, শুভ ভট্টাচার্য, রূপন ধর, মিলন শর্মা,সজল কান্তি ধর। প্রদীপ মল্লিক, ননীগোপাল শীল, সমীর শর্মা, সুজন মল্লিক, লিটন ধর, সাগর ধর প্রমুখ।

পাঠকের মতামত: