কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

গুলিবিদ্ধ মাদক কারবারি আটক

টেকনাফে ১০ হাজার ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার

টেকনাফে আবুল কাশেম নামের গুলিবিদ্ধ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
গুলিবিদ্ধ মাদক কারবারি হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া গ্রামের মৃত মো. হোসেনের ছেলে। গতকাল শনিবার (৭ আগস্ট) দুপুরে হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর মো. আরেফিন বলেন, “শনিবার দুপুরে একটি মাদক কারবারি চক্রের কাছ থেকে ক্রেতা সেজে র‌্যাবের একটি দল ইয়াবা কিনতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থেকে ওই ব্যাক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।”

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: