কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফে বিজিবি অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া লবণের মাঠ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও দুটি আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া লবণ মাঠ এলাকা থেকে আন্দামান গোল্ড বিয়ার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, উপজেলার হ্নীলা নয়াপাড়ার বিশেষ ক্যাম্পের একটি টহলদল নিয়মিত টহল করছিল।

ভোরে বেড়িবাঁধ হতে ৬০০ মিটার উত্তর-পশ্চিমে একজন ব্যক্তিকে লবণ মাঠ হয়ে কক্সবাজার টেকনাফ প্রধান সড়কের দিকে আসতে দেখে তারা।
তাৎক্ষণিকভাবে বিজিবি টহলদল ওই ব্যক্তিকে ধাওয়া করে। ওই ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে লবণ মাঠে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও দুটি আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আন্দামান গোল্ড বিয়ার ও ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত: