কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে ২৬ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সাগর উপকূলে অভিযান চালিয়ে পাঁচজন পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু।

আটক পাচারকারীরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার নুরুল ইসলাম ও তার স্ত্রী সাবেকুন নাহার, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আব্দুর রহিম, জাহেদ হোসেন এবং উখিয়া কুতুপালং তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জাহেদ হোসেন।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার শফিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, দীর্ঘদিন ধরে টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে লোকজনকে বিভিন্ন দেশে পাঠানোর তথ্য ছিল পুলিশের কাছে। গত বুধবার রাতে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। এ সময় পাঁচ পাচারকারীকে আটক করে পুলিশ।

পাঠকের মতামত: