কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে ২৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৫২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও গতকাল বুধবার (১৭ মার্চ) বিকাল পর্যন্ত ২৮৫ প্রার্থী স্ব স্ব মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী আসনে ৫৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ৪ নারীসহ ২২০ জন।

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, মনোনয়নপত্র দাখিল করেছেন হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ মেম্বার পদে ৬৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন, মোট ৮৪ জন। হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি।

সাধারণ মেম্বার পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, মোট ৫৪ জন। টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ মেম্বার পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৮ জন, মোট ৪৭ জন। সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ মেম্বার পদে ৪৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, মোট ৬১ জন। সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ মেম্বার পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, মোট ৩৭ জন।
বুধবার বিকাল (১৭ মার্চ) পর্যন্ত মোট ৫২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ মেম্বার পদে ১১৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৭ জন, মোট ১৫১ জন। হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ মেম্বার পদে ৯৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন, মোট ১২১ জন। টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ মেম্বার পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, মোট ৯৫ জন।

সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ মেম্বার পদে ৯১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন, মোট ১১৬ জন সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ মেম্বার পদে ৩১ জন, মোট ৪৬ জন।

পাঠকের মতামত: