কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

টেকনাফে ৩টি মেছো বাঘের ছানা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত জমিতে পাওয়া গেলো ৩টি মেছো বাঘের বাচ্চা। তবে বন বিভাগ বলছে ছানাগুলো মেছোবাঘ নয় মেছো বিড়াল। বিড়ালের বাচ্চা ভেবে দক্ষিণ জালিয়া পাড়া’র বাসিন্দা মামুনুল হক উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

১১ নভেম্বর (শনিবার) সন্ধ্যার দিকে প্রবাসী মোঃ ইসমাইল এর পরিত্যক্ত জমি থেকে এ ছানাগুলো উদ্ধার করা হয়।

মামুনুল হক জনান, শ্রমিক নিয়ে আমাদের জমিতে ঝোপঝাড় পরিস্কার করছিলাম, এসময় ৩টি ছানা দেখতে পেয়ে তা বাড়িতে নিয়ে আসি, পরে বন বিভাগকে খবর দিই, এবং তাদের কাছে ছানাগুলো হস্তান্তর করি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ছানাগুলো দেখতে মেছোবাঘের মতো হলেও এটি কোনো মেছোবাঘ নয় মেছো বিড়াল। ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি। পরবর্তীতে উর্ধতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত: