কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারেন টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় যানবাহন তল্লাশি চালিয়ে ৫৬ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের এলাকা থেকে তাকে স্বর্ণবারসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, হোয়াইক্যং উত্তর পাড়া গ্রামের আবুল মজিদের ছেলে মোঃ শাহ আলম (৩১)। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি।

তিনি জানান, উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে একটি বিশেষ টহলদল নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। এসময় হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজিবাইক বিজিবি চেকপোস্টের সামনে আসলে তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৩৬ লাখ ৭০ হাজার ৪৫৩ টাকার মূল্যমানের ৫৬ ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বারসহ আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত অলংকার কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা করা হয়েছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: