কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৩৫

ইউপি নির্বাচনের প্রথম ধাপে উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ ইউনিয়নে ৫০১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত নারী পদে ৮০ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৬ জন মনোনয়ন ফরম জমা দেন। এসব ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান, ১৫ জন সংরক্ষিত নারী ও ৪৫ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।

ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম জমা শেষে ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও টেকনাফ সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে রির্টানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও রামু নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলে দলে প্রার্থীরা স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন।

এদিকে নির্বাচন অফিস জানায়, আগামীকাল ১৯ মার্চ মনোনয়নপত্র যাছাই-বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই উপজেলার ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৫৯ জন। এরমধ্যে পুরুষ ৬০ হাজার ৯৩ জন ও মহিলা ৬০ হাজার ৮৬৬ জন।

পাঠকের মতামত: