কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হ্নীলা ইউনিয়নের বিজিবির দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সরলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) এবং একই জেলা ও উপজেলার গোহালিয়া ছানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাঈল হোসেন (৩৪)।

বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, শুক্রবার দুপুরে টেকনাফে বিজিবির দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারমুখী একটি ট্রাক পৌঁছালে থামানো হয়। পরে গাড়িটি ডগ স্কোয়াডের সদস্যদের দিয়ে তল্লাশি করা হয়। ডগ স্কোয়াড গাড়িটির এয়ার ক্লিনার ফিল্টারে গিয়ে বিশেষ আচরণ শুরু করে। গাড়িটির এয়ার ক্লিনার ফিল্টারের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে উদ্ধার করা হয় ৬০ হাজার ইয়াবা। জব্দ করা হয় ইয়াবা বহন কাজে ব্যবহৃত ট্রাকটি।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

পাঠকের মতামত: