কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার চালান নিয়ে তিন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়ারা পাওয়া যায়।

আটক পাচারকারীরা হচ্ছে-উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের মো. হাসান’র পুত্র মজিবুর রহমান (২১),আবু সৈয়দ’র পুত্র মাহবুর রহমান (২০), নুর ইছামত’র পুত্র মো. আমানুল্লাহ (২০)।

১লা ডিসেম্বর (বুধবার) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করার খবর পেয়ে জীম্বংখালীর উত্তরে জালাল’র চিংড়ি ঘের-এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নেয়।

এরপর বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে পাচারকারিরা একটি নৌকায় করে আসতে দেখে বিজিবির টহল দল তাদেরকে চ্যাঞ্জেল করে। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে চারিদিক থেকে ঘেরাও করা হয়। এসময় নৌকায় থাকা ওই তিন রোহিঙ্গা আটক করা হয়।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, পরে আটকদের স্বীকারোক্তি মতে নৌকায় তল্লাশি করে প্লাষ্টিক মোড়ানো একটি ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে থানায় হস্তান্তরের প্রস্তিুতি চলছে।”

পাঠকের মতামত: