কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফ পৌরসভায় পৌনে ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের  ৪৭ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৩৯৯ টাকা, উন্নয়ন খাতে ৪২ কোটি ১৫ লাখ টাকা এবং সার্বিক বাজেট উদ্ধৃত্ত ২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৩৯৯ টাকা ধরা হয়েছে।

বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।

বাজেটে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী। এতে স্যানিটেশন, পানি সরবরাহ, যানযট, হাট বাজার ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করা হয়।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভা প্যানেল মেয়র-১ মাওলানা মুজিবুর রহমান, প্যানেল মেয়ের-২ আবদুল্লাহ মনির, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এহেতামাশুল হক বাহদুর, ৪ নংওয়ার্ড কাউন্সিলর হোসেন আহমদ, মহিলা কাউন্সিলর (সংরক্ষিত-৭,৮,৯) নাজমা আলম, সদ্য যোগদানকারী প্রকৌশলী পরাক্রম চাকমা, হিসাব রক্ষক মো. সৈয়দ হোসেন, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর। সভা পরিচালনা করেন পৌরসভার উচ্চচমান সহকারী মোর্রশেদুল ইসলাম।

পাঠকের মতামত: