কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

অবৈধ মাল পুড়েয়ে ধ্বংস

টেকনাফ ভেজাল বিরোধী অভিযানে ৫ হাজার টাকা জরিমানা!

শেখ রাসেল, টেকনাফ::

কক্সবাজার টেকনাফের পৌর শহরে উপজেলা প্রশাসন ও র‌্যাব ১৫ এর যৌথ উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেন্তৃন্ত দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। বৃহস্পতিবার ৯ (সেপ্টেম্বর) দুপুরে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ পৌর শহরের অলিয়াবাদ এলাকায় একটি দোকানে অভয়ধ যৌন উত্তেজক ঔষধ গুদাম জাত করেছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত গুদাম তল্লাশি করে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল প্রায় ৫০ হাজার টাকা ঔষধ উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে অভয়ধ ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে দোকান দার কে ৫ হাজার টাকা নগত জরিমানা করা হয়।

এ সময় কক্সবাজার র‌্যাব -১৫ টেকনাফ সিপিসি-১ কোম্পানি কামান্ডার লেঃ কমান্ডার মাহাবুব চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার বিমানচন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: