কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ ‌‘সালমান শাহ’ গ্রুপের এক সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের র‌্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ‘সালমান শাহ’ গ্রুপের এক সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযানে যায়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে, নয়াপাড়া ২৭নং মোচনী নিবন্ধিত শরণার্থী শিবিরের সি-ব্লকের ৮৫৮নং শেডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. সোলতানকে (১৯) আটক করতে সক্ষম হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে, ১টি দেশীয় এসবিবিএল ও ১টি দেশীয় ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় রোহিঙ্গারা জানান, অবৈধ অস্ত্রসহ আটক সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ ‘সালমান শাহ’ গংয়ের সদস্য হয়ে, নানা অপকর্ম চালিয়ে আসছিল।বিডিপ্রতিদিন

পাঠকের মতামত: