কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দান উদ্বোধন

মোঃ শেখ রাসেল, টেকনাফ::

সারা দেশের মত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিশ্ব মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯)টিকাদান কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। ৭ফেব্রুয়ারি ২০২১ইং সকাল ১১ঘটিকার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত টিকা দান কর্মসূচী শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

টিকাদান উদ্বোধন করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ শীল। উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম। টেকনাফে অনুষ্ঠিতব্য করোনা-১৯ এর প্রথম টিকা গ্রহন করেন টেকনাফ পৌর সভার সহকারী প্রকৌশলি পরাক্রম চাকমা, ২য় টিকা গ্রহন কারী টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল জলিল। পরে একে একে পুলিশ, বিজিবি,সরকারি কর্মকর্তা, সাধারণ জনগণ, স্বাস্থ্য কর্মী সহ উক্ত টিকা গ্রহন করেন।

ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, সারা দেশের মত আমরাও টেকনাফে শুরু করেছি করোনা-১৯ টিকাদান কর্মসূচী, সকলে স্বতঃস্ফূর্ত ভাবে নিজ আগ্রহে টিকা নিতে দেখাগেছে। সব টিকা বিনামূল্যে দেয়া হচ্ছে, কোন ব্যক্তি বা কোন অসাধু চক্র যদি করোনা টিকা প্রদান করাকে কেন্দ্র করে টাকা নেয়ার চিন্তা করে তাদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: