কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেনাফের নাফ নদী থেকে আবারও নারী ও শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আরও এক রোহিঙ্গা নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবির বিওপির পুর্বপার্শ্বে নাফ নদীর তীরবর্তী এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ দুইটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.হাফিজুর রহমান এ নিশ্চিত করে জানান,সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা নাফনদীর তীরবর্তী এলাকায় দুইটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। টেকনাফ থানার এসআই সাজ্জাদ হোসেন সজিবের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নাফ নদীতে নৌকা দুর্ঘটনায় গত শনিবার ২ শিশুসহ ৩ জনের মরদেহ, রবিবার আরও এক শিশুসহ দুই দিনে মোট ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। গত কয়েকদিনে এ পর্যন্ত নাফ নদী থেকে ৪ শিশুসহ ৬ জনের ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: