কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় চৌধুরী পাড়া এলাকার চিতা পয়েন্টে অভিযান চালিয়ে ২ লাখ পিস ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহলদল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা চৌধুরী পাড়া চিতা সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি ৪টি বস্তা কাঁধে নিয়ে লবণ মাঠ দিয়ে আসার সময় বিজিবি টহলদলের সদস্যরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে।

তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দূবৃর্ত্তরা বস্তাগুলো ফেলে
পাশ্ববর্তী গ্রাম চৌধুরী পাড়ার ভেতর দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে ৪টি বস্তা ও ১টি মদের বোতল উদ্ধার করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে সাড়ে ৭কোটি টাকা মূল্যমানের ২লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা,মদের বোতল পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

পাঠকের মতামত: