কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২২ বছর, কতটা সফল টাইগাররা?

আরও সাত বছর আগেই অনন্তলোকে পাড়ি জমিয়েছেন জগমোহন ডালমিয়া। প্রয়াত এই ভারতীয় ক্রীড়া সংগঠকের ঐকান্তিক প্রচেষ্টায়ই ২২ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য হয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের কাঠামো পরিপূর্ণ ছিল না, প্রথম শ্রেণির ক্রিকেটের চর্চাও দীর্ঘদিনের নয়, তারপরও খেলাটার প্রতি বিপুলসংখ্যক দর্শকের নিখাদ ভালোবাসা, অপার সম্ভাবনাকে পুঁজি করে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। আজকের এই দিনেই ২২ বছর পূর্বে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখে টাইগাররা। কিন্তু কতটা সফল দীর্ঘ এই ২২ বছরের পথ চলায়?

নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সবার চেষ্টায় পাঁচ মাস পরই টেস্ট খেলতে নেমে যায় বাংলাদেশ দল। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা। প্রথম ইনিংসেই আমিনুল ইসলাম বুলবুলের গৌরবময়, ঐতিহাসিক সেঞ্চুরিতে ৪০০ রান করেছিল স্বাগতিকেরা। যদিও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটা হেরে যায় দুর্জয় বাহিনী। গত ২২ বছরের পথ চলায় টেস্টে বাংলাদেশের সংগ্রাম অব্যাহত রয়েছে। এতো বছরেও প্রতিষ্ঠিত শক্তি হতে পারেনি বরং এখনো নবীশ দলের প্রতিচ্ছবি মাঝেমধ্যেই ফুটে উঠছে। কালে-ভদ্রে কিছু অর্জন-সাফল্য এসেছে বটে, কিন্তু মোটা দাগে সাদা পোশাকের লড়াইয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকেই বারবার দেখেছে ক্রিকেট বিশ্ব।

পাঠকের মতামত: