কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঢাকায় এল সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা

চীন থেকে সরকারের কেনা দ্বিতীয় চালান হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার রাত ১১.৩৫ মিনিটে টিকাগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের ক্রয় চুক্তির দ্বিতীয় চালান হিসেবে সিনোফার্মের এই টিকা এলো। আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকার পথে রয়েছে। রাত ৩টায় এই টিকা দেশে আসার কথা রয়েছে।

চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চলতি মাসের শুরুতে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

এছাড়াও চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত: