কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

তিতাসের সেই ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন।

এর আগে, গত শনিবার এক প্রেস কনফারেন্সে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানান সিআইডির ডিআইজি মঈনুল হাসান।

জামিনপ্রাপ্তরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, হেলপার হানিফ মিয়া, কর্মচারী ইসমাইল প্রধান।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন।

পাঠকের মতামত: