কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

তোপের মুখে মার্কিন মডেল বেলা হাদিদ

নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় তোপের মুখে পড়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। অনেক মার্কিন প্রতিষ্ঠান এখন তার সঙ্গে কাজ করতে চাচ্ছে না বলে খবর প্রকাশ করেছে আনাদোলুর।

ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের হত্যার ঘটনায় ইসলারাইলের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বেলা হাদিদ। এরপর থেকে শ্বেতাঙ্গ বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষীদের তোপের মুখে পড়েছেন তিনি।

কিন্তু এতে তিনি মোটেও বিচলিত নন বলে জিকিউ নামে মার্কিন একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন।

তিনি বলেছেন, আমাকে যদি কেউ কোনো কাজও না দেয়, তাতে আমার কোন আক্ষেপ নেই। আমি নির্যাতিত মানুষের কথা বলেই যাব।

তার বাবা ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন আবাসন ব্যবসায়ী মো. হাদিদ এবং মা জার্মান বংশোদ্ভূত মডেল ইয়োলান্দা হাদিদ।

পাঠকের মতামত: