কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দেশে সপ্তাহজুড়ে থাকছে শীতের দাপট

আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) থেকে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। তবে এদিন কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হলেও দেশে শীতের দাপট এ সপ্তাহজুড়ে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে সারা দেশেই শীত থাকবে। আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত থাকে। তবে এখন যে কনকনে শীত তা ওই সময় থাকবে না বলে ধারণা করছি।

এদিকে মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা খুলনার চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে টেকনাফে ২৬ দশমিক ৭ ডিগ্রি।

এদিকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পাঠকের মতামত: