কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নবম রোজার দোয়া ও ফজিলত

আজ পবিত্র রমজান মাসের নবম দিন। ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসে সাওম পালন করা বাধ্যতামূলক। রমজানের ত্রিশ দিনের রয়েছে ত্রিশ ফজিলত। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রমজান মাসে ত্রিশ দিনে ত্রিশটি দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে। সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রোজ্জ্বলিত হতে সাওম ও সালাতের পাশাপাশি অনেকেই বিশেষ আমল করতে চায়। সেজন্য ইনবাংলাদেশ২৪ ডট কম ধারাবাহিক ভাবে পুরো রমজান জুড়ে রাসুলুল্লাহ (সাঃ) এর ত্রিশটি দোয়া ও ত্রিশ দিনের ফজিলত প্রকাশ করছে।

৯ম রোজার দোয়াঃ

اَللّـهُمَّ اجْعَلْ لی فیهِ نَصیباً مِنْ رَحْمَتِکَ الْواسِعَةِ، وَاهْدِنی فیهِ لِبَراهینِکَ السّاطِعَةِ، وَخُذْ بِناصِیَتی اِلى مَرْضاتِکَ

الْجامِعَةِ، بِمَحَبَّتِکَ یا اَمَلَ الْمُشْتاقینَ .

বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মা জাআলনি ফীহি নাসিবাআম মিন রহমাতিকাল

ওয়াসিআতি,ওয়াহদিনি ফীহি লিবারাহিনিকাস সাতি আতি,ওয়াখুয বিনা সিয়াতি ইলা মারদতিকাল জামিআতি,বি মাহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বি’ন

অর্থঃ

হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী কর । আমাকে পরিচালিত কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে । হে আগ্রহীদের লক্ষ্যস্থল । তোমার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও ।

৯ম রমজানের ফজিলতঃ

নবী-রাসূলদের সাথে দাড়িয়ে ইবাদতের সমান সাওয়াব দেওয়া হয়।

পাঠকের মতামত: