কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন’র নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলামে’র নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা’র সঙ্গীয় অফিসার ফোর্সের  অভিযান পরিচালনা করে ৩৮৫০টি  সিগরেট মিয়ানমার থেকে আসা এসব সিগরেট উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে (বৃহস্পতিবার)১১মার্চ) রাত সাড়ে ১১টা সময়ে ঘুমধুম ইউনিয়নের পরিষদ এলাকা থেকে এসব সিগরেট  উদ্ধার করা হয়।

এসব সিগরেট মিয়ানমার থেকে চোরাই পথে পাচার হয়ে এপারে আসার পথে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মুহুর্তেই সটকে পড়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে  নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন  নাইক্ষ্যংছড়ি থানা’র সেকেন্ড অফিসার  নুরুল ইসলাম।

পাঠকের মতামত: