কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র পৃথক অভিযানে অস্ত্র ইয়াবাসহ আটক ২

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি’র পৃথক অভিযানে একটি দেশীয় তৈরী পিস্তল ও ৭শ ৮০পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

১১বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিক দের জানান, শনিবার (২৭ আগস্ট) গভীর রাতে বিজিবি’র বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুরিয়াছড়ি গ্রামের মনু মিয়ার ছেলে আবু তাহেরকে ইয়াবা

এবং রামুর কচ্ছপিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার বক্তার আহমদ এর ছেলে নজরুল (৪৩)ইসলামকে অস্ত্রসহ আটক করেন। বিজিবি সূত্রে জানা যায় আটক ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার। জারুলিয়াছড়ি থেকে আটক আবু তাহেরকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় নজরুল ইসলামকে অস্ত্রসহ রামু থানায় হস্তান্তর করেন এবং বিজিবি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক দের জানান ,বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অস্ত্র, মাদক, অবৈধ কাঠ ও চোরাচালান প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তবে বিজিবির এসব অভিযান চলমান আছে থাকবে।

পাঠকের মতামত: