কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সড়ক নয়, যেন মরণ ফাঁদ’ নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান সড়ক

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::
উন্নয়নের নগরি খ্যত বান্দরবানের জেলার সীমান্ত বর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে প্রধান সড়ক টির বেহাল দশা। দীর্ঘ সড়ক টি খানা খন্দে ভরা যান চলাচলের অনুপযোগী প্রয় একটু বৃষ্টি হলেই বড় বড় গর্ত গুলো পানিতে ভরে যায়।চলাচলে মারাত্মক অসুবিধা সহ প্রতিনিয়ত দুরঘটনা ঘড়ছে। এদিকে
উপজেলার সাতে
নাইক্ষ্যংছড়ি-চাকঢালা -নাইক্ষ্যংছড়ি-রামু  ড়কে বেশ কিছু দিন আহে সংস্কার কাজে ব্যাপক অনিয়ম অভিযোগ রয়েছে। কাজে নিন্মমানর  ইট, ভিটামিন, ব্যাবহারের কারণে একদিকে যেমন কাজটি এক মাসেরও মেরামত কাজের  স্তয়িত্ত হয়নি।
অপরদিকে তখন থেকে দিন দিন  গুরুত্বপূর্ণ এই সড়কটি পরিণত হচ্ছে ভয়ংকর মরন ফাঁদে। তা ছাড়া এই সংস্কার কাজ চলাকালীন সময়ে অতি নিম্ন মানের কাজ ও দুর্নীতি দৃশ্যমান হলে ব্যবসায়ী, টমটম চালক, রিকসা চালক, পথচারী সহ অনেকেই অভিযোগ করেও কোন প্রতিকার পাননি এলাকাবাসী । এমনকি ৪ মে’২০২০ইং বৃষ্টি চলাকালীন সময়েও ঠিকাদারের দোহায় দিয়ে কাজ চালিয়ে গিয়েছিলেন শ্রমিকরা। তাছাড়া উপজলার থানার মোড় থেকে শুরু হওয়া এই রাস্তাটি  বাকী নেই খানাখন্দ ও গর্ত ছাড়া। যার কারণে জন গুরুত্বপূর্ণ নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কটিতে বাই সাইকেল, মোটর সাইকেল, অটো রিকসা, টম টম, সিএনজি চালকদের জন্য যে কোন সময় অপেক্ষা করছে বড় কোন দুর্ঘটনা। এ ছাড়া সুস্থ যাত্রীরাও এ রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচন্ড ঝাকুনি খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে। একটু বৃষ্টিই যেন এই সড়কে যাতায়তকারী মানুষের জন্য আশির্বাদের বদলে অভিশাপ। বর্তমানে রাস্তাটি দিয়ে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে। যেটি দেখলে মনে হয় এ যেন এক পরিত্যাক্ত অভিভাবকহীন সড়কটি দেখার কেউ নেই ।  অথচ এই সড়কটি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের প্রান কেন্দ্রে। বিজিবির আনেক সিমান্তের বিওপি প্রতিনিয়ত সড়ক টি দিয়ে যাতায়াত করছে। এ ছাড়া   সরকারি কলেজ, আলিম মাদরাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বিভিন্ন দুর-দুরান্ত থেকে আসা এসব প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা সহ নিত্যদিন  হাজার হাজার মানুষ সীমাহীন ভোগান্তি স্বীকার করে জীবনের ঝুকি নিয়েই চলতে বাধ্য হচ্ছে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে। জানা যায়, বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের  নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কের ২০ লক্ষ টাকার এ মেরামত কাজের মান খারাপ হওয়ায় ঠিকেনি বেশি দিন তাই জনগুরুত্বপূর্ণ সড়ক টি পূনরায় রাস্তাটি রক্ষা ও সংস্কারের জন্য মাননীয় পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ মানুষ

পাঠকের মতামত: