কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নাফ নদীতে ফেলে যাওয়া বস্তায় মিলল ২৫ হাজার ইয়াবা

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পয়েন্ট সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলাস্থ লেদা বিওপির সদস্যরা মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে নৌকা নিয়ে বিশেষ টহলে যায়। কিছুক্ষণ পর তিন জন লোক একটি বস্তা কাঁধে নিয়ে নাফ নদীর বুকে জেগে উঠা চরে উঠতে তাদের দাঁড়ানোর জন্য বিজিবি চ্যালেঞ্জ করে।

তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা বস্তাটি ফেলে কৌশলে সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৭৫ লাখ ৯ হাজার টাকা মূল্যমানের ২৫ হাজার ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

পাঠকের মতামত: