কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নাশকতার মামলায় আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিচার শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়াসহ নাশকতার অভিযোগে মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘২০১৩ সালে নাশকতার অভিযোগে দায়ের করা এ মামলায় ২৩ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আসামি আসলাম চৌধুরী এই মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে আছেন। বর্তমানে অন্য একটি মামলায় তিনি কাশিমপুর কারাগারে আছেন। অভিযোগ গঠনের শুনানির জন্য তাকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসলাম চৌধুরীসহ ১০ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪৬ জন আসামি বর্তমানে পলাতক আছেন।’

পাঠকের মতামত: