কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফটিকছড়ির নিখোঁজ অমিতাকে পাওয়া গেল নাইক্ষ্যংছড়িতে

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

নিখোঁজ হয়ে যাওয়া ফটিকছড়ি কলেজের পড়ুয়া অমিতা চাকমাকে উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি পুলিশ।

গত ১০ মার্চ বুধবার বিকেল ৫টায় অমিতা চাকমা (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার তিনদিন পর উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।

জানাযায়, উদ্ধারকৃত অমিতা চাকমা
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বামাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  কুতুবছড়ি গ্রামের থলিপাড়ার নিক্সন চাকমার সহধর্মিণী।
তিনি ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী।

উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার চাকমা জানান,
অমিতা চাকমা ফটিকছড়ি  কলেজে পড়ুয়া শিক্ষার্থী।
তবে তিনি বিবাহিত। তার স্বামীর সাথে কথা-কাটাকাটির পর অভিমান করে  একপর্যায়ে তার এক বন্ধুর সহযোগিতায় নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজিঁর পর ব্যার্থ  হয়ে স্বামী নিক্সন চাকমা   চট্টগ্রামের ফটিকছড়ি থানায়- ২৮৫-৭/০৩/২০২১ইং একটি  জিডি দায়ের করেন। পরে মোবাইল ট্রেকিং এর ভিত্তিতে এলাকা চিহ্নিত করে নাইক্ষ্যংছড়ি থানায় আশ্রয় নেয় অমিতা চাকমার স্বামী ও বাবা। দায়েরকৃত জিডি,র প্রেক্ষিতে এবং মোবাইল নাম্বারের ট্রেকিং এর  ভিত্তিতে  নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,আলমগীর হোসেন এর নির্দেশনায় একটি টিম নিয়ে  উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার জামিরতলী গ্রাম থেকে অভিযান চালিয়ে  সুস্থ অবস্থায় নিখোঁজ অমিতা চাকমাকে উদ্ধার করা হয়।

আর এদিকে  অমিতা চাকমার বাবা এবং স্বামী নিক্সন চাকমা সাংবাদিকদেরকে  প্রতিক্রয়া জানাতে রাজি নন। তবে তারা এইটুকু জানান অমিতা চাকমা সুস্থ আছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উদ্ধারকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ মো,আলমগীর হোসেন বলেন, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বামাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  কুতুবছড়ি গ্রামের থলিপাড়ার নিক্সন চাকমার সহধর্মিণী অমিতা চাকমা (২১)। সে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী। স্বামীর সাথে রাগারাগি  এবং অভিমান করে বন্ধুর সহযোগিতায় নিখোঁজ হয়ে যায়। এরপর  চট্টগ্রামের ফটিকছড়ি থানায় স্বামীর  দায়েরকৃত জিডি নং ২৮৫-৭/০৩/২০২১ইং প্রেক্ষিতে এবং মোবাইলের ট্রেকিং এর  ভিত্তিতে এলাকা চিহ্নিত করে  নাইক্ষ্যংছড়ি থানার

উপপরিদর্শক (এসআই)অরুণ কুমার চাকমার নেতৃত্বে একটি টিম উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার জামিরতলী গ্রামে অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় নিখোঁজ অমিতা চাকমাকে উদ্ধার করেন পুলিশ টিম ।
ওই উদ্ধারকৃত অমিতা চাকমাকে সুস্থ অবস্থায় স্বামী নিক্সন চাকমাসহ তার বাবার হতে তুলে দেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।

সংবাদ প্রেরক
আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
০১৭৭৭৬৯৮৩৭৭/০১৮১৬৯০৫০০৭

পাঠকের মতামত: