কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নীল আকাশবতী : কবি রফিকুল ইসলাম রাইসুল

বিষাদ-ব্যর্থতা আমাকে ছুঁয়ে দিলেই তোমারই লোকসান। আকাশে ছুটির ডাক পড়লেই তখন খুব করেই খুঁজবে, তবে পাবে না আমার কোন ছায়া-দীপ্তি নিশান।

এ ব্যর্থতা তোমার, আমাকে ময়লার স্তূপে নির্মাণ করলে তোমারিই ক্ষতি, কবিতা’রা কটমটে প্রশ্ন তুলবে? কেন কেন এতো অবজ্ঞা?
কোথাও মিলবে না তোমার শান্তি-নিষ্কৃতি।

এই জীবন ভীষণ আগুনের, তোমার অল্পটুকু পরশ পেলে বুকের শিখা-তীব্রতা মুছে গিয়ে ফুল ফুটবে।
রাজপথের ভয়ালযুদ্ধ নিভে গিয়ে মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে। আমার প্রিয় হৃদয়টাও তোমায় দ্যাখে খুব করে হাসবে।

দাও যদি হারিয়ে, হৃদাকাশ থেকে নিষ্কৃতি দিবো ক্রমশ, নীল আকাশবতীর মতো ঠাঁই হবে তোমার,
স্মৃতিহত্যার পৃথিবীতে তোমার হবে বসবাস।
আমিহীনা অবকাশে তোমার হৃদয়ে মিলবে হতাশ।
আমাকে খুঁজে নীড়ে ফিরবে তন্দ্রাতেও করবে আমায় তালাশ।

এই সন্দিহান উপপাদ্য না কষে, যা কিছু ভেবে, দূরে থাকো তবে, সময় কিনে অভিমান বিনে, আমার আকাশে কি মেঘের ফানুশ হবে।

পাঠকের মতামত: