কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নেতাকর্মীদের কথাবার্তায় সতর্ক হওয়ার আহ্বান কাদেরের

ক্ষমতার ‘দাপট’ না দেখিয়ে দলীয় নেতাকর্মীদের কথাবার্তায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় কাদের বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের আমি বলবো, প্রত্যেককে কথাবার্তায়, আচার আচরণে দায়িত্বশীল হতে হবে। এই সময়ে দায়িত্বজ্ঞানহীন কোনো কথা বলা সমীচীন নয়, এ সময় ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়। ঠাণ্ডা মাথায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে, এটাই আজকে আমাদের সবচেয়ে বড় মেসেজ।’

এছাড়া বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রাজনীতির বেপরোয়া ড্রাইভারে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মিছিল-মিটিং-এর বাইরে বিএনপি আন্দোলনের নামে আগের মতো আগুন-সন্ত্রাস করলে জনগণের প্রতিরোধ সুনামিতে পরিণত হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় দ্রব্যমূল্য বাড়ছে। তবে তা নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার ত্রুটি নেই। এছাড়া এসময় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে দলের নেতাকর্মীদের আরো দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত: