কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পরিবহনের আড়ালে মাদক পাচার, ইয়াবাসহ আটক ২

জাহেদ হাসান::
পরিবহনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে অভিনব কায়দায় নিরাপদ সড়ক দিয়ে মাদক পাচার করে যাচ্ছে কারবারিরা।কিন্তু প্রশাসনও মাদক ব্যবসায়ীদের  গতিরোধ করতে সর্বদা তৎপর।
চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ হাজার ২ শত পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এবং মাদক পাচারে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করেছে।
শুক্রবার (১২ মার্চ)দুপুর ২ টার দিকে লোহাগাড়া থানার এসআই (নি:)/মো: গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ২ শত পিস ইয়াবাসহ মোঃ নুর কামাল কে আটক করেছে।
 অপর অভিযানে একই সময় এসআই (নি:)/দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে অভিযান চালিয়ে মোঃ হাফিজ এর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ মাদক পাচারে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: