কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পাকিস্তানে শপথ নিলেন ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পাকিস্তানে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথ নিলেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরই মাধ্যমে পাকিস্তান পেল ২৩তম প্রধানমন্ত্রী।

সোমবার (১১ এপ্রিল) রাতে তাকে শপথবাক্য পাঠ করেন তিনি। সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি শপথবাক্য পাঠ করান।

এর আগে সোমবার বিকেলে শাহবাজ পিটিআইয়ের প্রার্থী শাহ মাহমুদ কুরেশির বিপক্ষে জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে জয় লাভ করেন। দল ভোটগ্রহণ প্রক্রিয়া বর্জন করার সিদ্ধান্ত নেয়ায় কুরেশি কোনো ভোট পাননি।

ইমরান খানের পর মিয়া মুহাম্মদ শাহবাজ শরীফের পিএমএল-এন এই মুহূর্তে পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল।

শাহবাজ শরিফ পাঞ্জাব প্রদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন। প্রায় চার দশক আগে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার পর থেকে তিনবার এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

পাঠকের মতামত: