কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পালানোর সময় ব্যাগভর্তি ইয়াবাসহ এক জনকে আটক করেন কোস্ট গার্ড টেকনাফ

শেখ রাসেল, টেকনাফ::

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৮৪ হাজার ইয়াবার ব্যাগসহ স্থানীয় ১ মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১৫ সেপ্টেম্বর (বুধবার) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং কাটাবুনিয়া ঘাঁট সংলগ্ন এলাকায় ঝাউবনের পাশ দিয়ে কালো রং এর ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখে বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। তখন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কচুবনিয়ার মৃত কাশেম আলীর ছেলে মোঃ আমিন (৫০) কে আটক করে ব্যাগটি জব্দ করা হয়। তা খুলে গণনা করে ৮৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: