কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পেকুয়ায় গৃহবধূ নিহতের ঘটনায় হত্যা মামলা

কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সোমবার রাতে নিহত সেলিনা আক্তারের স্বামী ফরিদুল আলম বাদী হয়ে ২৮ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। ঘটনার সময় আটক দুইজনকে ওই মামলায় আসামী করা হয়েছে। মামলার দুই আসামী মাহামুদুল করিম ও মফিজুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন ।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান মজুমদার বলেন, গুলি করে গৃহবধূ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। ওই মামলায় দুইজন গ্রেফতার রয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষের সময় ঘর থেকে বের হলে গৃহবধূ সেলিনা আক্তারকে গুলি করে হত্যা করা হয়।

গুলিতে নিহত গৃহবধু ওই এলাকার ফরিদুল আলমের স্ত্রী। ওই সময় আহত হয় একই এলাকার মো. সেলিমের ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্র নাজমুল সাকিব ও নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম।

পাঠকের মতামত: