কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পেকুয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ঘরে ঢুকে কাঠ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে নিহত নেজাম উদ্দিনের স্ত্রী শামিনা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বলেন, নিহত নেজাম উদ্দিনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি এজাহার দিলে সেটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।

আশা করি শীঘ্রই মূল হোতাদের গ্রেফতারে সক্ষম হব।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীর আলম ও শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১৪/১৫ জন সন্ত্রাসী ঘরে ঢুকে ব্যবসায়ী নেজাম উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত নেজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: