কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ফরম্যাট বদলে জয়ের দেখা বাংলাদেশের

 

অবশেষে এলো অধরা জয়। ওয়েস্ট ইন্ডিজ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না বাংলাদেশকে। উইন্ডিজের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে হারার পর খালি হাতে দেশে ফেরার যে শঙ্কার মেঘ জমেছিল টাইগারদের আকাশে, অবশেষে কেটেছে সেই মেঘ।

ফরম্যাট বদলের সঙ্গে যেন বদলে গেল বাংলাদেশ দলও। নিজেদের সেরা ফরম্যাটের শুরুটা বাংলাদেশ রাঙিয়েছে জয় দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীরা জয় বাগিয়েছে ৬ উইকেটে। ফলে ১-০ তে সিরিজে এগিয়ে গেল তামিম বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজের করা ১৪৯ রানের জবাবে ৬ উইকেট ও ৫৫ বল অক্ষত রেখে জয় পায় টাইগাররা।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসকে হারিয়ে হোঁচট খেলেও তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে পথ ফিরে পায় বাংলাদেশ।
দুজনের অবিচ্ছেদ্য ৪০ রানের জুটিতে স্বস্তিতে ছিল টাইগার শিবির। তবে দুর্ভাগ্যবশত তামিমের রান আউটের ফলে ভাঙে জুটি। মাঠ ছাড়ার আগে তামিমের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রানের ইনিংস।

তামিম মাঠ ছাড়লেও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লড়াই চালিয়ে যান শান্ত। ৪৬ বলে ৩৭ রান করে সাজঘরের পথ ধরতে হয় তাকে।

অল্পতে ফিরতে হয় আফিফকেও। উইকেটের একপ্রান্ত আগলে ধরে রেখে ব্যাট চালাতে থাকেন মাহমুদউল্লাহ। নুরুল হাসান সোহানকে সঙ্গে করে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

পাঠকের মতামত: