কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফুটপাত দখলমুক্ত করতে কক্সবাজার পৌরসভার অভিযান

নিজস্ব প্রতিবেদক::

মেয়র মুজিবের নির্দেশে দখলমুক্ত হল কক্সবাজার শহরের ফুটপাত দখলমুক্ত হলো কক্সবাজার পৌর শহরের প্রধান সড়কের রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো।

২৭শে ডিসেম্বর রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নির্দেশে, পৌর সচিবের সহযোগিতায়, কনজার্ভেন্সী পরিদর্শক কবির হোছাইন এর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের কোর্ট বিল্ডিং চত্বর,হাসপাতাল সড়ক, আই.বি.পি রোড, ফায়ার সার্ভিস অফিসের সামনে ও শহীদ স্মরণি পূবালী ব্যংকের সামনে অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকান গুলো উচ্ছেদ করা হয় । এতে মানুষের চলাচলে যে ভোগান্তি ছিল সেটা কমে আসবে বলে জানান স্থানীয় পথচারীরা।

এ ধরনের অভিযান কে স্বাগত জানালেন স্থানীয় সচেতন মহল। দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পৌরসভার কনজার্ভেন্সী পরিদর্শক কবির হোছাইন।

অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সুপারভাইজার দিলীপ রুদ্র, আনোয়ার হসেন, রফিকুল ইসলাম, নুরুল আফছার, মফিজুর রহমান, ওসমান সরোয়ার ও সাজ্জাদুল ইসলাম।

পাঠকের মতামত: